পঞ্চগড়ে ৪০টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনকে অনুদানের চেক প্রদান

পঞ্চগড়: পঞ্চগড়ে মহিলা বিষয়ক অধিদফতর কর্তৃক নিবন্ধনকৃত ৪০টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনকে অনুদানের চেক প্রদান করা হয়েছে। শনিবার সকালে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ওই সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে চেক তুলে দেয়া হয়।
অনুদানের চেক তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল। এ সময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুখশানা মমতাজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে জেলার পাঁচ উপজেলার ৪০টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনকে ২০১৫-১৬ অর্থবছরের মোট ৭ লক্ষ ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: ইয়াসিন