পটুয়াখালীতে ঝড়ে গাছ চাপায় দুই নারীর মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালী সদর ও গলাচিপায় ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে এক নারী গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের অফিসের হাট এলাকায় কুদ্দুস হাওলাদারের মেয়ে তানজিলা ও গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা সেলিমা বেগম।
সকালে ঝড়-বৃষ্টি শুরু হলে গাছ ভেঙে ঘরের উপর চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দুই নারীর মৃত্যু হয়।
এদিকে, সদর উপজেলার শারিকখালী গ্রামে বজ্রপাতে সালমা বেগম নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসপিকে/এসআই