
ঢাকা: রমজানে দেশিয় বাজারে পণ্য মূল্য অস্বাভাবিকভাবে হারে বৃদ্ধির খবর সঠিক নয়। এমনটাই দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জাতীয় সংসদে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অভিমত প্রকাশ করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ’মুক্তবাজার অর্থনীতিতে পণ্যের মূল্য বাজার দ্বারা নির্ধারিত হয় এবং তা চাহিদা ও সরবরাহের উপর নির্ভরশীল। আসন্ন রমজান উপলক্ষে কিছু পণ্যের অতিরিক্ত চাহিদা সৃষ্টি হলেও সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে কিছু পণ্য আমদানি নির্ভর হওয়ায় আর্ন্তজাতিক বাজারে সংশ্লিষ্ট পণ্যের মূল্যের হ্রাসবৃদ্ধির কারণে দেশিয় বাজারে তার প্রভাব পড়ে।’
মন্ত্রী বলেন, ‘দেশিয় বাজারে পণ্য মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে তা সঠিক নয়। ব্যবসায়ীদের সহিত বিভিন্ন সময়ে সভা করা হয় এবং তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি অনুকূলে থাকবে বলে আশ্বস্ত করেন।’
এর আগে অন্য এক প্রশ্নের জবােব মন্ত্রী জানান, বাণিজ্য মন্ত্রনালয়ের উদ্যোগে ঢাকা মহানগরীতে ১৪টি বাজার মনিটরিং টিম নিয়োজিত রাখা হয়েছে। তারা প্রতিদিন ২টি করে টিম মোট ৬টি বাজার পরিদর্শন করছেন। এই টিমগুলো প্রয়োজনে জরিমানাসহ অন্যান্য সাজা দেবে। তিনি আরো জানান, রাজধানীর মহানগর এর বাইরের বাজারগুলোতে সংশ্লিস্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পচিালনা করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হচ্ছে।
আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যপণ্যে ফরমালিনের অপব্যবহার রোধকল্পে ফরমালিন নিয়ন্ত্রণ আইন,২০১৫প্র্রণয়নের সঙ্গে সঙ্গে ফরমালিনের অপব্যবহার প্রায় শুণ্যের কোঠায় নেমে এসেছে।’
নিউজ নেক্সট বিডি ডটকম/এসকে/এসজি