
লন্ডন: ব্রিটেনের প্রধান বিরোধী দলীয় নেতা জেরেমি করবিনকে পদত্যাগে বাধ্য করার জন্য দলটির ছায়া মন্ত্রিসভার অর্ধেক সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন।
ইউরোপীয় ইউনিয়নে(ইইউ) ব্রিটেনের থাকা না থাকা নিয়ে গণভোটের ফলাফল প্রকাশের পর থেকেই দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।
লেবার নেতা জেরেমি করবিন ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেনকে বরখাস্ত করেন। পার্টির একটি সূত্র জানায়, তিনি বেনের উপর আস্থা হারিয়েছেন। এরপর স্বাস্থ্য বিষয়ক ছায়া মন্ত্রী হেইডি আলেকজান্ডার জানান, তিনি দুঃখভারাক্রান্ত হৃদয়ে পদত্যাগ করতে যাচ্ছেন।
বেন বিবিসির একটি অনুষ্ঠানে জানান, জেরেমি করবিনের নির্বাচনে জয়লাভের সামর্থ্য এবং নেতৃত্বগুণ নিয়ে পার্টির মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
তিনি বলেন, জেরেমি নেতৃত্বে থাকলে পরবর্তী সাধারণ নির্বাচনে জয়লাভের বিষয়ে কোন আস্থা নেই। আমি জেরেমিকে ফোন করে বলেছি, দলকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে তার সামর্থ্যের উপর আমি আস্থা হারিয়েছি। এরপর তিনি আমাকে বরখাস্ত করেন।
বেন জানান, লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার অনেক সদস্যই পদত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।
লেবার পার্টির একজন সংসদ সদস্য জানান, তিনি ভয় পাচ্ছেন, আগামি সাধারণ নির্বাচনে জেরেমির নেতৃত্বে দল নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।
স্বাস্থ্য বিষয়ক ছায়া মন্ত্রী হেইডি আলেকজান্ডার জেরেমি করবিনের উদ্দেশ্যে দেয়া এক চিঠিতে লিখেন, নীতিবান মানুষ হিসেবে আমি আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু আমি বিশ্বাস করি না, দেশের চাহিদা অনুযায়ী কোন কিছু রূপদানের ক্ষমতা আপনার আছে। আমি বিশ্বাস করি, আমরা যদি পরবর্তী সরকার গঠন করতে চাই, তাহলে নেতৃত্বের পরিবর্তন অপরিহার্য।
লেবার নেতা জেরেমি করবিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইইউ গণভোট প্রচারণার সময় নিষ্প্রভ ছিলেন। অবশ্য তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তিনি আবার ওঠে দাঁড়াবেন। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই