
স্পোর্টস ডেস্ক: একের পর এক ধাক্কা অস্ট্রেলিয়া ক্রিকেটের গায়ে। এবার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ড্যারেন লেম্যান। বৃহস্পতিবার জোহানেসবার্গের সংবাদ সম্মেলনে আচমকা পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক এই অলরাউন্ডার। তবে, তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট ম্যাচে দায়িত্ব পালন করবেন। আগামী ৩০ মার্চ জোহানেসবার্গে শুরু হবে এই ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছর করে ও ক্যামেরন ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বল টেম্পারিংয়ের ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন লেম্যান। তাই কোনও শাস্তির মুখোমুখি হতে হয়নি তাকে। এমনকি বুধবার নিশ্চিতও করেছিলেন পদত্যাগ করছেন না তিনি। কিন্তু বৃহস্পতিবার ক্যামেরন ব্যানক্রফট ও স্টিভেন স্মিথের কান্নাভেজা সংবাদ সম্মেলনের পর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়ায় ফিরে সংবাদ সম্মেলনে কথা বলেছেন স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। সংবাদ সম্মেলনে দুইজনই ছিলেন আবেগপ্রবণ। স্টিভেন স্মিথ মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে অঝোরে কেঁদেছেন। এই দুই ক্রিকেটারের আবেগপ্রবণ সংবাদ সম্মেলন দেখার পর অশ্রু ঝরে কোচ ড্যারেন লেহম্যানের চোখ থেকেও। এ সময় পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, জাতীয় দলে এখন একজন নতুন কোচ দরকার। আমি আপনাদের জানাতে চাই যে, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে এটিই হতে যাচ্ছে আমার শেষ টেস্ট। আমি পদত্যাগ করছি। আজ মিডিয়ায় স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটকে দেখে আমার মনে হচ্ছে, অস্ট্রেলিয়া ক্রিকেটের এখন সামনে এগিয়ে যাওয়া দরকার। এটাই সঠিক। সত্যিই আমি স্টিভকে অনুভব করছি। মিডিয়ার সামনে আমি তাকে কাঁদতে দেখেছি। খেলোয়াড়রাও কষ্ট পেয়েছে।’
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান