‘পদ্মাবতী’তে দীপিকার প্রথম ঝলক প্রকাশ

ডেস্ক: একের পর এক নতুন লুকে দেখা যাচ্ছে দীপিকা পাডুকোনকে। মস্তানি’র পর সঞ্জয়লীলা বনশালীর ‘পদ্মাবতী’ হয়ে ফের বড়পর্দায় চমক দেখাতে চলেছেন দীপিকা পাডুকোন। এতদিন ছবির মুখ্য চরিত্রগুলি নিয়ে গোপনীয়তা মেনে চললেও অবশেষে এই ছবিতে দীপিকার লুক প্রকাশ করলেন খোদ পরিচালক।
তবে পদ্মাবতী হিসাবে দীপিকার লুক প্রকাশ করেও কিন্তু কৌতুহল জিইয়ে রেখেছেন পরিচালক। সরাসরি দীপিকার ছবি নয়, বরং দীপিকার পদ্মাবতী ভূমিকার পেন্সিল স্কেচ প্রকাশ করেছেন পরিচালক।
তবে পেন্সিল স্কেচের ঝলকেই যেখানে চোখ ফেরানো যাচ্ছে না দীপিকার থেকে, সেখানে তার অনস্ক্রিনে যে দর্শককে মন্ত্রমুগ্ধ করবে তা বলাই বাহুল্য।
সম্পাদনা: শিপন আলী