
ঢাকা: পদ্মা সেতুর ওপর দিয়ে রেলগাড়ি চলাচল নিশ্চিত করতে ‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প’ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
সোমবার রেলভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে ও চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের মধ্যে এ চুক্তি সই হয়।
বাংলাদেশের পক্ষে রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন এবং চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের পক্ষে ঝাং গুয়েকাই এ চুক্তিতে সই করেন।
রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘পদ্মা সেতু চালুর প্রথম দিন থেকেই যাতে ট্রেন চলাচল করতে পারে সে ব্যাপারে আপনারা গুরুত্ব দিবেন’। নির্ধারিত সময়ের আগেই কাজটি করার জন্যও তিনি আহবান জনান। রেলমন্ত্রী সংশ্লিষ্ট প্রকল্পে সহায়তার জন্য চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই