
মুন্সীগঞ্জ: পদ্মাসেতু প্রকল্পে ৩৯ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শ্রীনগরের দোগাছি এলাকার পদ্মাসেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১-এর সভাকক্ষে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তিনি একথা জানান।
সেতুমন্ত্রী বলেন, “পদ্মাসেতু এখন দৃশ্যমান বাস্তবতা। এ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৩৯ শতাংশ এবং ৩৫টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। বিশ্বব্যাংক চলে যাওয়ার পর পদ্মাসেতু সংশয়ে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসী সিদ্ধান্তে পদ্মাসেতুর কাজ এগিয়ে চলছে। বিশ্বে পদ্মাসেতুর সঙ্গে জাতির সম্মান জড়িত।”
ওবায়দুল কাদের আরো বলেন, “মূলসেতুর দুটি স্প্যান প্রকল্প এলাকায় চলে এসেছে। এর মধ্যে একটি এসেমব্লিং চলছে। দু’তিন মাসের মধ্যে মূল সেতুতে প্রথম স্প্যান বসানো হবে। এরপর প্রতি ১৫ দিনে একটি করে ৪১টি স্প্যান বসানো হবে। এছাড়া নদী শাসনের ২৫ শতাংশ, সার্ভিস এরিয়া দুশো ৯৯ শতাংশ, অ্যাপ্রোচ রোড মাওয়া প্রান্তে ৯৯ শতাংশ ও জাজিরা প্রান্তে ৮২ শতাংশ মহাসড়কের কাজ সম্পন্ন করা হবে।”
এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম ও পদ্মাসেতু প্রকল্প পরিচালক তোফাজ্জল হোসেন, নির্বাহী প্রকৌশলী, সেতু বিভাগ, দেওয়ান আব্দুল কাদের ও নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের