পদ্মায় গরুবোঝাই নৌকা ডুবি: নিহত ৭

রাজশাহী: চারঘাটের সীমান্তে পদ্মা নদীতে গরুবোঝাই নৌকাডুবিতে দুই বাংলাদেশি ও পাঁচ ভারতীয় নাগরিকসহ ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজনেক্সটবিডি ডটকম’কে মঙ্গলবার চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, ভোরের দিকে নদীতে পচণ্ড স্রোত ও প্রবল ঢেউয়ের কারণে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার ভোরে সীমান্তের ওপার থেকে নদীপথে নৌকায় গরু নিয়ে বাংলাদেশে আসার পথে প্রচণ্ড ঢেউ ও ঝড়ো বাতাসে তাদের নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক তীরে থাকা বাসিন্দারা নদীতে উদ্ধার কাজ শুরু করে এ সময় সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও ওসি জানান।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/ওয়াইএ