পদ্মায় নৌকা ডুবে শিশুসহ নিখোঁজ ৫

রাজবাড়ী: জেলার কালুখালী উপজেলার হরিণবাড়িয়ায় পদ্মা নদীতে নৌকা ডুবে নারী-শিশুসহ পাঁচজন নিখোঁজ হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হরিণবাড়ীয়া থেকে ট্রলারটি ২০ জন যাত্রী নিয়ে সাদার চরে যাওয়া পথে প্রচণ্ড স্রোতের কারণে ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় পুলিশ প্রশাসন ও জনগণ অংশ নিয়েছে।
কালুখালী থানার ওসি নূরে আলম ফকির জানান, হরিণবাড়িয়া বাজার থেকে নৌকায় ২০/২২ যাত্রী নদী পার হচ্ছিলেন। এ সময় প্রবল স্রোতে নৌকাটি ডুবে গেলে পাঁচ জন নিখোঁজ হন।
তিনি আরো জানান, স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। তাছাড়া খুলনার ডুবরি দলকে খবর দেয়া হয়েছে উদ্ধার কাছে অংশ নেবার জন্য।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই