
ঢাকা: ২০১৬-১৭ অর্থ বছরে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে ৬ হাজার ২৬ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
সরকারের কাঠামো রূপান্তরে বৃহৎ প্রকল্পের আওতায় এই বরাদ্দ দেয়া হয়েছে।
পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে মোট প্রাক্কলিত ব্যয় হচ্ছে ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা। সরকারের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত ভৌত অগ্রগতি শতকরা ৩২ ভাগ। এ পর্যন্ত এই প্রকল্পে চলতি বছরে এপ্রিল মাস পর্যন্ত মোট ব্যয় হয়েছে ১০ হাজার ৩৫ কোটি টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী স্বাধীনচেতা নেতৃত্ব এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের ফলেই বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে এদেশের সর্ববৃহৎ সড়ক অবকাঠামো পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে ১২ ডিসেম্বর মূলসেতু পাইলিং এবং নদী শাসন কাজে উদ্বোধন করেন।
প্রস্তাবিত পদ্মাসেতু মূল উদ্দেশ্য হলো ঢাকাসহ দেশে পূর্বাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলে সরাসরি সড়ক ও রেল যোগাযোগ স্থাপন।
আগামী ২০১৮ সালের শেষ নাগাদ পদ্মা সেতু যানবাহন পারাপারের জন্য খুলে দেয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৯টি জেলা রাজধানী ঢাকা ও পূর্বাঞ্চালের সাথে সংযুক্ত হবে।
এই সেতু বাস্তবায়িত হলে জিডিপি প্রবৃদ্ধির হার ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি এবং প্রতিবছর শূন্য দশমিক ৮৪ শতাংশ হারে দারিদ্র্য নিরসনের মাধ্যমে দেশে আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্ব ভূমিকা পালন করবে।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই