পদ্মা সেতুতে রেললাইনের নির্মাণ শুরু এপ্রিলে

ঢাকা: পদ্মা সেতুতে আগামী এপ্রিলে রেললাইনের নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে এ রেলসংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সোমবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে সকালে ‘সাদা কোচ’ সংযোজন করে ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, আগামী মাসে (মার্চ) চীনের সঙ্গে লোন এগ্রিমেন্ট হবে। তারপরের মাসে প্রধানমন্ত্রী পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া এপ্রিলের শুরুর দিকে দ্বিতীয় ভৈরব রেলসেতু্রও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহউদ্দিন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: জাবেদ চৌধুরী