
মুন্সীগঞ্জ: বর্তমানে পদ্মা সেতুর ১৪টি পাইলিং-এর কাজ সম্পন্ন হয়েছে এবং মূল সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৩৫ শতাংশ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলিতে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের জানান, বর্ষাকালেও স্বাভাবিকভাবেই পদ্মা সেতুর কাজ চলবে। পিছিয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই।
মোটরসাইকেলে যাতে তিন জন আরোহী কোনো ভাবেই উঠতে না পারে সে বিষয়ে পুলিশ প্রশাসনকে কঠোর ভাবে নজর রাখার নির্দেশ দেন মন্ত্রী।
তিনি বলেন, ‘মোটরসাইকেলের আরোহী তিন জন হলে বিপদজনক। এর মধ্যে যদি হেলমেট না থাকে তাহলে দুর্ঘটনা ঘটলে হয়তো কারো হাত বা পা ক্ষতিগ্রস্ত হবে এবং তা হয়তো ঠিকও করা যাবে কিন্তু মাথায় আঘাত পেলে তাকে বাঁচানো সম্ভব হয় না। তাই প্রশাসনকে এ ব্যাপারে কঠোর হতে হবে।’
এসময় বিআরটিএ নির্বাহী ম্যাজিসট্রেট মো. আবুল বশার ও সহকারী পুলিশ সুপার সামসুজ্জামান বাবু উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/আইকে/জাই