পদ্মা সেতু প্রকল্পে কমপ্রেসার বিস্ফোরণে নিহত ১
লৌহজংয়ে নির্মাণাধীন পদ্মা সেতু প্রকল্পে কমপ্রেসার বিস্ফোরণে বাংলাদেশি এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয় চীনা এক ফোরম্যান।

মুন্সীগঞ্জ: লৌহজংয়ে নির্মাণাধীন পদ্মা সেতু প্রকল্পে কমপ্রেসার বিস্ফোরণে বাংলাদেশি এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয় চীনা এক ফোরম্যান।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, “নিহত আজমীর হোসেন নিপুল লক্ষ্মীপুরের রামগাতী উপজেলার চর গোসাই গ্রামের শফিকুর রহমানের ছেলে। পদ্মা সেতুর মাওয়ায় মিকচার পয়েন্টে সকাল পৌনে ১০টার দিকে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের কাজ করছিল নিপুল ও চীনা ফোরম্যান লি। এ সময় হঠাৎ এসির কমপ্রেসার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান নিপুল।”
তিনি আরো বলেন, “এ দুর্ঘটনায় আহত চীনা নাগরিক লির একটি পা উড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।”
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের