
ঢাকা: জেলা পরিষদ প্রশাসকরা নির্বাচনে অংশ নিতে চাইলে পদত্যাগ করতে হবে।নতুন এই বিধান যুক্ত করে জেলা পরিষদ সংশোধন আইন ২০১৬-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। মূলত জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০১৬ আইন আকারে জারি করার লক্ষ্যে এ অনুমোদন দেয়া হয়।
জেলা পরিষদ নির্বাচন কবে হবে, সে বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন মোহাম্মদ শফিউল আলম।
মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, আজকের সভায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যু এবং গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো কারখানায় দুর্ঘটনায় ৩৯ জনের মৃত্যুতে শোকপ্রস্তাব পাস করেছে মন্ত্রিসভা।
এ ছাড়া প্রধানমন্ত্রীর ‘প্ল্যানেট ৫০: ৫০ চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’পুরস্কারপ্রাপ্তিতে তাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।এ ছাড়া ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ফর আইসিটি পাওয়ায় প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদুল ইসলাম