
ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলির আমন্ত্রণে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস বৃহস্পতিবার সকালে তার কার্যালয়ে সাক্ষাত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের সংশ্লিষ্ট ইস্যু যেমন, সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা, বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের নিয়ে আলোচনা করেন তারা।
গুলশানের ঘটনার পর সরকারের নেয়া বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন রবার্ট ওয়াটকিনস। চরমপন্থা এবং সন্ত্রাসবাদ বৈশ্বিক একটি সমস্যা এবং বাংলাদেশও এর বাইরে নয় বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
এ এইচ মাহমুদ আলি সন্ত্রাসী তৎপরতায় জড়িত সব সন্ত্রাসীকে বিচারের আওতায় আনার কথা পুনর্ব্যক্ত করেন।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী আশ্বস্ত করে জানান, জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে বিশেষ করে সহিংস চরমপন্থা প্রতিরোধে।
এছাড়া ওয়াটকিনস এবং মাহমুদ আলি উভয়েই আশা করেন, মিয়ানমারের নতুন সরকার বাংলাদেশে অবস্থানরত তাদের শরণার্থীদের প্রত্যাবাসনের স্থগিত প্রক্রিয়া পুনরুজ্জীবিত করবে।
প্রতিবেদন: ফারহানা করিম, সম্পাদনা-জাহিদুল ইসলাম