পরিত্যক্ত দেয়াল এখন প্রতিবাদের হাতিয়ার

ঢাকা: রাজধানীর ধানমন্ডিসহ বেশ কিছু এলাকার পরিত্যক্ত দেয়ালকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট (ইউল্যাব) এর গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
ইউল্যাব’র শিক্ষক নাইমা আলম এর পরিচালনায় সম্প্রতি শেষ হয় ধানমন্ডি ৬/এ’র এক দেয়াল অঙ্কনের কার্যক্রম। ‘সো-কলড’ নামের একটি গ্রুপ পড়া-লেখার অংশ হিসেবে এই কার্যক্রমে অংশ নেয়। এর শিরোনাম ছিলো ‘ভয়েসলেস বাংলাদেশি’।
দেয়াল অঙ্কনটিতে প্রকৃতিকে নষ্ট করে দিন দিন যে অপরিকল্পিত নগরায়ন হচ্ছে তাই তুলে ধরা হয়েছে। এতে কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময় ও মোর্শেদ মিশু উপস্থিত থেকে তাদের উৎসাহ দেন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসজি