
আসিফ আলম, ঢাকা: ঢাকাই সিনেমার কিং খান বলা হয় তাকে। বর্তমানের ঢাকাই চলচ্চিত্রের আস্থার প্রতীক বলা যায় এই সুপার হিরোকে। কেননা ঢালিউডের মন্দা বাজারে একের পর এক সুপার হিট ছবি দিয়ে জয় করে নিয়েছে নির্মাতা আর প্রযোজকদের মন। কিন্তু বাংলার এই সুপার হিরোই ভুগছেন নিরাপত্তাহীনতায়।
নিউজনেক্সটবিডি ডটকমের সাথে একান্ত আলাপচারিতায় এমনটাই জানালেন তিনি।
শাকিব বলেন, ‘ চলচ্চিত্রের নানান স্বার্থে আমি বিভিন্ন সময় আন্দোলনের মাঠে নেমেছি। কথা বলেছি চলচ্চিত্রের উন্নয়নের লক্ষে বিভিন্ন বিষয়ে। প্রতিবাদ জানিয়েছি চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে।’
তিনি আরো বলেন, ‘চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার বিভিন্ন সময় হুমকি দেয়া হয়েছে সরে দাঁড়ানোর জন্য। নিজের কথা আমি ভাবি না কেননা আমি আমার দেশি চলচ্চিত্রকে ভালোবাসি আর এই কারণেই আমি চলচ্চিত্র সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সর্বদা সিরিয়াস। আমি শুধু চিন্তিত আমার পরিবার নিয়ে। কেননা বেশির ভাগ সময়ই আমি বাইরে থাকি। আর আমার পরিবার একা থাকে। আর তাই সবসময়ই আমার পরিবারের নিরাপত্তার কথা আমার মাথায় ঘোরপাক খায়। সত্যি কথা বলতে ইদানিং আমি আমার পরিবারের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত।’
বর্তমানে শকিব খান নব নির্মাতা শামীম আহামেদ রনীর পরিচালিত ‘ বসগিরি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। ইতোমধ্যে সিনেমাটির ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। আগামী ছবিটির গানের শুটিংয়ের জন্য ৫ কিংবা ৬ আগস্ট থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
এদিকে নির্মাতা বদিউল আলম খোকনের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। ছবির নাম ও অন্যান্য শিল্পিদের নাম না জানা গেলেও, জানা গেছে নভেম্বরের শেষ সাপ্তাহে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে আপনি কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন কিনা বা নিবেন কিনা এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘না এখনো পর্যন্ত নেইনি তবে খুব তাড়াতাড়ি নিবো’।
উল্লেখ্য ১২ আগস্ট কলকাতায় মুক্তি পাচ্ছে শকিব খানের অভিনীত প্রথম যৌথ প্রযেজনার ছবি ‘ শিকারি’।শুধু তাই নয় কলকাতার পাশাপাশি কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যেও মুক্তি দেয়া হচ্ছে শাকিব- শ্রাবন্তী জুটির এই ছবি।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই