
সাতক্ষীরা: পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে সাতক্ষীরায় অবস্থান করছেন বিশ্বের সাড়া জাগানো ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।
সোমবার সন্ধ্যা পৌনে ৭ টার ফ্লাইটে তিনি ঢাকা থেকে যশোর আসেন। এখন তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেতুলিয়ায় গ্রামের বাড়িতে অবস্থান করছেন।
গত বছরের রোজার ঈদ মুস্তাফিজের বেশ কষ্টে কেটেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্ট স্কোয়াডে ডাক পাওয়ায় তিনি গত ঈদে ছুটি পাননি। তাকে ঈদ করতে হয়েছিল চট্টগ্রামে। এবার আর তেমনটি হচ্ছে না। ঈদে পুরো এক সপ্তাহ বাড়িতে কাটিয়ে আগামী ১০ জুলাই তিনি ঢাকায় ফিরবেন।
ঈদের দিন মুস্তাফিজ নিজ বাড়ির পাশে তেতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ ঈদগাহে সকাল ৮টায় নামাজ আদায় করবেন। ওই নামাজে ইমামতি করবেন ওই মসজিদের ইমাম হাফেজ মাওলানা সফিউল্লাহ।
ঈদের নামাজের পরে তিনি গ্রামের গণ্যমান্য ব্যক্তি, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, শিশু-কিশোর ও ভক্তসহ বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
ঢাকায় ফিরে মুস্তাফিজের ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে টি- টুয়েন্টিতে অংশ নিতে ১৩ জুলাই ইংল্যান্ডের পথে রওয়ানা হওয়ার কথা রয়েছে।
আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফিরেছিলেন মুস্তাফিজ। ইংলিশ কাউন্টি দল সাসেক্সে তার খেলা নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তা কেটে গেছে।
ইনজুরি কাটিয়ে মুস্তাফিজ এখন ফিট। ঈদের পরই ইংল্যান্ডে যাবার আনুষ্ঠানিক অনুমতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেবে বলে জানা গেছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ জুলাই ন্যাটওয়েস্ট টি-২০ তে সাসেক্সের হয়ে হ্যাম্পশায়ারের বিপক্ষে মুস্তাফিজের অভিষেক হওয়ার কথা। টুর্নামেন্টের শেষ দিকের চারটি ম্যাচ তিনি খেলবেন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/জাই