পরিবেশগত সমস্যার সীমানা নেই

ডেস্ক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বলেছেন, পরিবেশগত সমস্যার কোনো সীমানা নেই। মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে খবরটি জানানো হয়।
রোববার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে একথা বলেন তিনি।
বার্নিকাট বলেন, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা অর্জনের জন্য বিশ্বব্যাপী সহযোগিতা এবং সব দেশের অঙ্গীকারের প্রয়োজন রয়েছে। এর মাধ্যমে আগামীতে পরিবেশ রক্ষায় ইতিবাচক পদক্ষেপ নেয়ার সুযোগ সৃষ্টি হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই