
যশোর: জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা (জেডিসি) দিতে আসা এক পরীক্ষার্থীর ঠোঁটে কামড় দিয়ে জখম করেছে এক কলেজছাত্র। যশোরের চৌগাছা কামিল মাদরাসা কেন্দ্রে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এ অভিযোগে চৌগাছা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র শিহাব উদ্দিনকে আটক করেছে পুলিশ। পালিয়ে গেছে তার দুই সহযোগী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সাগর হোসেন ও একই গ্রামের রকমান আলীর ছেলে আলামীন হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চৌগাছা উপজেলার মাকাপুর দাখিল মাদ্রাসার এক ছাত্রী মঙ্গলবার সকাল ৯টার দিকে জেডিসি পরীক্ষায় অংশ নিতে চৌগাছা কামিল মাদরাসা কেন্দ্রে অবস্থান করছিল। এসময় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের সামাউল ইসলামের ছেলে কলেজছাত্র শিহাব উদ্দিন তাকে জাপটে ধরে ঠোঁটে কামড় বসিয়ে দেয়। ছাত্রীর চিৎকারে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ শিহাব উদ্দিনকে আটক করে। এসময় শিহাবের সহযোগী সাগর হোসেন ও আল আমিন হোসেন পালিয়ে যায়।
আটক শিহাব উদ্দিন বলে, “ওকে আমি কামড় দেইনি। আমার বন্ধু সাগর ওর ঠোঁটে কামড় দিয়েছে।”
চৌগাছা থানা পুলিশের ডিউটি অফিসার এসআই দেবাশীষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কলেজছাত্র শিহাব উদ্দিন এখন থানাহাজতে আছে। কলেজ থেকে তার শিক্ষকেরা এসেছিলেন। তারা সবকিছু শুনেছেন। তবে তার বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে, সেটা এখনি বলা যাচ্ছে না।”
গ্রন্থনা ও সম্পাদনা: তাহের