
নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ আলোচিত চিত্রনায়িকা পরীমনিসহ চারজনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের হওয়া মাদকের দুই মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
বনানী থানার ওসি নূরে আযম মিয়া জানান, বৃহস্পতিবার র্যাব যে তিনটি মামলা করেছে, তার মধ্যে পর্নোগ্রাফি আইনে করা মামলা ছাড়া দুটি মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশ পেয়েছে।
বুধবার বিকালে ঢাকার বনানীতে পরীমনির বাড়িতে অভিযান চালিয়ে এই অভিনেত্রী এবং তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আটক করে র্যাব। এরপর বনানীতে অভিযান চালিয়ে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং তার ব্যবস্থাপক সবুজ আলীকে আটক করে র্যাব।
উল্লেখ্য, এরপর গ্রেপ্তার চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়, বনানী থানায় দায়ের করা হয় মাদক আইনে দুটি এবং পর্নগ্রাফি আইনে একটি মামলা। বৃহস্পতিবার সন্ধ্যায় চারজনকে আদালতে তোলা হলে মাদক আইনের দুই মামলায় চারজনকে চার দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকার মহানগর হাকিম মো. মামুনুর রশিদ।