
ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘পর্যটন এখন আর শুধু বিনোদন নয়, এটি বিশ্বব্যাপী অন্যতম শিল্পের মর্যাদা পেয়েছে।’ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রোববার এক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।
ট্যুরিজম এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি আয়োজিত ‘পর্যটন শিল্পের বিকাশে করণীয় শীর্ষক এ বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী পর্যটন বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, আগামী একযুগ বিশ্ব অর্থনীতিতে ট্যুরিজম খাতে প্রবৃদ্ধি চার শতাংশ হারে বাড়বে। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এই খাতের অবদান দুই দশমিক চার ভাগ। ২০১৮ সাল নাগাদ এটিকে চার শতাংশে উন্নীত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যেই ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করা হয়েছে
অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে বৈঠকে আরো অংশ নেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আখতারুজ্জামান খান কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আফজাল হোসেন, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান মাহবুব পারভেজ এবং গাজী টিভির চিফ রিপোর্টার ও ডিআরইউয়ের সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/জাই