পলাতক অনিমেষ!

ঢাকাঃ না, চলচ্চিত্র সংক্রান্ত নতুন কোন ব্যর্থতা থেকে পালাতে নয়, গল্পের প্রয়োজনে পলাতক আসামির চরিত্রে দেখা যাবে পরিচালক অনিমেষ আইচকে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প ‘বন জ্যোৎস্না’ অবলম্বনে পরিচালক আজাদ কালাম নির্মাণ করছেন ঈদের নাটক ‘ক্যাকটাস’।
‘২০১০ সালের পর আবার তার অভিনয়ে প্রত্যাবর্তন’
আর চিত্রনাট্য পছন্দ হয়ে যাওয়ায় পছন্দসই চরিত্রটি লুফে নিয়েছেন অনিমেষ আইচ। নাটকটির মাধ্যমে, ২০১০ সালের পর আবার তার অভিনয়ে প্রত্যাবর্তন। বান্দরবানের নীলাচল ও নিকটবর্তী এলাকাসমূহে এর দৃশ্য ধারণ করা হবে।
এ নাটকে অনিমেষের সঙ্গে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, আশনা হাবিব ভাবনা ও স্থানীয় কয়েকজন আদিবাসী। সোহেল পারভেজ রচিত এ নাটকটি ঈদুল ফিতরে আরটিভিতে দেখানো হবে নাটকটি।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস