
ঢাকা: দণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, দণ্ডপ্রাপ্ত বিভিন্ন দেশে পলাতক যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরে বদ্ধ পরিকর সরকার। তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।
তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীরা এদেশে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সমাজ গড়তে চেয়েছিল। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে। তবে এই সাম্প্রদায়িক শক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, দপ্তর দম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।
প্রতিবেদন: অাশিক মাহমুদ, সম্পাদনা: রাকিব