
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ আল যুবায়ের ভূঁইয়া গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত একটার দিকে রাজধানীর পলাশী মোড়ের কাছে একটি গাড়ি থেকে তাকে গুলি করা হয়।
ঘটনার সময় তার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম ও একই হলের সাবেক সহসভাপতি এম এম সাঈদ বলেন, রাত একটার দিকে পলাশী মোড় থেকে চা খেয়ে মোটরসাইকেলে করে হলের দিকে যাওয়ার সময় ব্যানবেইসের কাছে পৌঁছালে একটি ব্যক্তিগত গাড়ি হঠাৎ তাদের সামনে এসে গতিরোধ করে। তখন ওই গাড়ি থেকে গুলি করা হয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা যুবায়েরের ডান পায়ের উঁরুতে গুলি লাগে।
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় রাত দেড়টার দিকে যুবায়েরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তবে কে বা কারা যুবায়েরকে গুলি করেছে প্রাথমিকভাবে জানাতে পারেনি তিনি।
গ্রন্থনা ও সম্পাদনা: জাবেদ চৌধুরী