পল্লবীতে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীর ওয়াপদা বিল্ডিং এলাকায় দুই তরুণ তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাশ দুটি উদ্ধার করা হয়। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, ‘পল্লবীর ৪ নং ওয়াপদা বিল্ডিংয়ের পাশের একটি টিনশেড ঘর থেকে দুপুর দেড়টার দিকে শাকিলা নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।’
শাকিলার মা গার্মেন্টসকর্মী গরিয়া বেগম জানান, প্রতিদিনের মতো শনিবারও তিনি কাজ করতে সকালে বাসা থেকে বেরিয়ে যান। দুপুরে খবর পেয়ে বাড়িতে এসে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান।
এসআই সাঈদ আরো জানান, ‘একই এলাকার ৫নং ওয়াপদা বিল্ডিংয়ের পাশে একটি টিনশেড ঘরে আব্দুল করিম (২০) নামে আরেক তরুণ আত্মহত্যা করেছেন। সে বাসের হেলপার হিসেবে কাজ করতো। তার আত্মহত্যার কারণও খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: ইয়াসিন