পল্লবীতে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, আটক ১

ঢাকা: রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় ভবনের দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বৃহস্পতিবার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ১০ নম্বর সেক্টরের জুটপট্টি রাব্বানী হোটেলের পাশের একটি ছয়তলা ভবনের তিনতলা থেকে শরিফুন নেসা (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি দাদন ফকির আরো বলেন, ওই ফ্ল্যাটে বৃদ্ধা তার ছেলে ও ছেলের বউকে নিয়ে বসবাস করতেন। রাতে তার ছেলে স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। ফিরে এসে তারা শরিফুনের মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে দেন। ভবনের দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: মাহতাব শফি