
ঢাকা: শরীয়তপুর সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নাভানা আক্তার বলেছেন, ‘বাংলাদেশের সকল পল্লী বিদ্যুৎ শ্রমিকদের একসাথে হয়ে কাজ করতে হবে। যেকোনো প্রয়োজনে সবাই যেন সবাইকে পাশে পায়। মনে রাখতে হবে একতাই সব বাধা বিপত্তিকে দূরে ঠেলে দিয়ে মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিল আয়জনের জন্য তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এমন একটি আয়োজনে আমি সাইকে ধন্যবাদ জানাই। মাঝে মাঝে এমন আয়োজন করলে সবার সাথে দেখা হয় এবং সবার খোঁজ খবর নেয়া যায়।’
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাম্মৎ সেলিনা জাহান লিতা এবং জাতীয় পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এম এ মাজেদ। আরও উপস্থিত ছিলেন, কাওসার আহমেদ, কহিনুর আজাদ মলি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ রেজাউল করিম।
বিজ্ঞপ্তি, সম্পাদনা: এম কে রায়হান