
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে বিজেপি কর্মীদের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সন্দেশখালি এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নিহতেরা হলেন প্রদীপ মণ্ডল, তপন মণ্ডল এবং সুকান্ত মণ্ডল।
রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর দাবি, স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান শেখের বাহিনী শনিবার সন্ধ্যায় হামলা চালায়। প্রথমে ওই এলাকায় তৃণমূলের বৈঠক হয় এবং বৈঠক শেষে বিজেপির পতাকা খুলতে শুরু করে তৃণমূল কর্মীরা। তার থেকেই সংঘর্ষ শুরু হয়।
এদিকে জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক পাল্টা অভিযোগ করেন, বৈঠক শেষে মিছিল শুরু করেছিল তৃণমূল। সেই মিছিলে হামলা চালিয়ে তৃণমূল কর্মী কায়ুম মোল্লাকে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়।
জানা যায়, শনিবার বিকেলে ন্যাজাটে তাদের বুথ স্তরের দলীয় বৈঠক ছিল। পরে একটি মিছিল বের করলে বিজেপি হামলা চালায়। মিছিলের পেছনে থাকা তৃণমূল কর্মী কায়ুম মোল্লাকে প্রথমে গুলি করা হয় এবং পরে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে মারা হয়। এরপরেই প্রতিরোধে নামে তৃণমূল।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গ্রামে গেলেও প্রথমে সেখানে ঢুকতেই পারেনি। পরে বসিরহাট থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
সুত্র: আনন্দবাজার পত্রিকা
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে আর