পশ্চিমবঙ্গ ‘বাংলা’ করার প্রস্তাব

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তন করে বাংলা কিংবা বঙ্গ এবং ইংরেজিতে বেঙ্গল হিসেবে রাখার প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় এই মর্মে একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এটি বিধানসভায় অনুমোদিত হলে পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে।
প্রস্তাবটি উত্থাপনের জন্য শিগগিরই বিধানসভার বিশেষ একটি অধিবেশন ডাকা হবে। ধারণা করা হচ্ছে অনায়াসেই প্রস্তাবটি অনুমোদিত হবে। কারণ বিধানসভায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
বর্তমানে রাজ্যটিকে পশ্চিমবঙ্গ নামে ডাকা হলেও এর নাম পরিবর্তনের জন্য দীর্ঘদিনের দাবি ছিল। এর আগে রাজ্যের রাজধানীর নামও পরিবর্তন করা হয়েছিল। ঔপনিবেশিক শাসনামলে ব্রিটিশরা ক্যালকাটা নাম রাখলেও পরবর্তীতে কলকাতা করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসজি