
ঢাকা: পহেলা বৈশাখে মুক্তি পাচ্ছে জেসমিন আক্তার নদী পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘জল শ্যাওলা’। ১৪ এপ্রিল মুক্তির জন্য এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করছে প্রযোজনা সংস্থা টাইমস্ ওয়ার্ন্ড মিডিয়া। এমন খরবই শোনালেন নির্মাতা নিজেই।
টাইমস ওয়ার্ল্ড মিডিয়া লিমিটেডের প্রযোজনায় নির্মিত ছবিটি নিয়ে জেসমিন আক্তার নদী বলেন, ‘পহেলা বৈশাখের দিনটি খুবই উৎসবমুখর থাকে। সবাই তার প্রিয়জন ও কাছের মানুষদের নিয়ে আনন্দে মেতে উঠে, পান্তা-ইলিশ খাওয়া নিয়ে ব্যস্ত থাকে। পহেলা বৈশাখকে উপলক্ষ করেই আমরা ১৪ এপ্রিল সারাদেশের প্রেক্ষাগৃহে ‘জল শ্যাওলা’ সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
পরিচালক জেসমিন আক্তার নদী বলেন, ‘মূলত রূপকভাবে ছবির প্রতিটি চরিত্রের মাধ্যমে দেশের শোষিত-শাসিত শ্রেণি, পাশাপাশি ইতিহাস বিকৃত করার গল্প বলার চেষ্টা করা হয়েছে। আশা করি দর্শকদের ঠিক ভিন্নধাঁচের একটি গল্প কিন্তু বাস্তব ঘটনা উপহার দিতে পারবো।’
এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মত পর্দায় জুটি বেঁধেছেন বর্তমান সময়ের ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সাইমন সাদিক ও নবাগতা নায়িকা মানসী প্রকৃতি।
আসাদু্জ্জামান বাবলুর গল্পে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তারিকুল ইসলাম ভূইয়া। ক্যামেরায় রয়েছেন সবুজ। ফাইট ডিরেক্টর আরমান, সম্পাদনায়- আবুল হোসেন, মেকআপে রয়েছেন জাহাঙ্গীর।
ছবিতে সাইমন-মানসী ছাড়াও আরো অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, রেহেনা জলি, রিপন খান, সীমান্ত, জিসান, সুজন মাজাহার, অপ্সরা মনি, মাস্টার ইমন, রাজু অনিক, তানিশা ও তানভীর। এতে সংগীত পরিচালনা করছেন আনোয়ার সিকদার টিটন। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, খায়রুল বাশার হিরন এবং জিয়াউদ্দিন আলম।
প্রতিবেদন: আসিফ আলম