Tuesday, September 26th, 2023
পহেলা বৈশাখে যেসব রাস্তা বন্ধ থাকবে ঢাকায়
April 12th, 2018 at 8:24 pm
পহেলা বৈশাখে যেসব রাস্তা বন্ধ থাকবে ঢাকায়

ঢাকা: বাংলা নববর্ষ বরণ উপলক্ষে পহেলা বৈশাখে রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শিশু পার্ক, চারুকলা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইকোর্ট ও তৎসংলগ্ন এলাকায় প্রচুর জনসমাগম হবে। এসব এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে

১। বাংলামোটর হতে হোটেল রূপসী বাংলা, শাহবাগ হতে টিএসসি হয়ে দোয়েল চত্বর পর্যন্ত।

২। হোটেল রূপসী বাংলা হতে কাকরাইল, মৎস্য ভবন হতে কদম ফোয়ারা।

৩। মৎস্য ভবন হতে শাহবাগ হতে কাঁটাবন পর্যন্ত।

৪। পলাশী মোড় হতে শহীদ মিনার, দোয়েল চত্বর হতে হাইকোর্ট ক্রসিং পর্যন্ত।

৫। বকশীবাজার হতে শহীদ মিনার-টিএসসি।

৬। ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল ক্রসিং হতে দোয়েল চত্বর।

৭। নীলক্ষেত হতে টিএসসি।

যান চলাচলের বিকল্প রুট

১। মিরপুর রুট-সাইন্স ল্যাব, নিউ মার্কেট-আজিমপুর, বকশীবাজার-চাঁনখারপুল-গুলিস্তান রুট খোলা থাকবে।

২। রাসেল স্কয়ার-সোনারগাঁও, রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমনি-ইউবিএল হয়ে গুলিস্তান।

৩। মহাখালী-সাতরাস্তা-মগবাজার-কাকরাইল-রাজমনি-ইউবিএল হয়ে গুলিস্তান।

৪। ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মৌচাক-মালিবাগ হয়ে খিলগাঁও।

৫। ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটটর-মৌচাক-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমনি-পল্টন হয়ে মতিঝিল।

রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রীক যানবাহন ডাইভারশন

১। সোনারগাঁও ক্রসিং

২। বাংলা মটর ক্রসিং

৩। পরিবাগ গ্যাপ

৪। নেভাল চীপ গলি

৫। সাকুরার গলি

৬। পুলিশ ভবন ক্রসিং

৭। সবজি বাগান ক্রসিং

৮। মিন্টো রোড পূর্ব প্রান্ত

৯। অফিসার্স ক্লাব ক্রসিং

১০। সুগন্ধা ক্রসিং

১১। কাকরাইল চার্চ ক্রসিং

১২। শিল্পকলা একাডেমি গলি

১৩। দুদকের গলি

১৪। কার্পেট গলি

১৫। মৎস্য ভবন ক্রসিং

১৬। ইউবিএল ক্রসিং

১৭। জিরো পয়েন্ট ক্রসিং

১৮। হাইকোর্ট ক্রসিং

১৯। রমনা চত্বর ক্রসিং

২০। বকশীবাজার ক্রসিং

২১। পলাশী ক্রসিং

২২। নীলক্ষেত ক্রসিং

২৩। কাঁটাবন ক্রসিং

২৪। আজিজ সুপার মার্কেট ক্রসিং

২৫। প্রশাসন একাডেমি গলি

২৬। শাহবাগ ক্রসিং

বর্ষবরণ অনুষ্ঠানে আসা যানগুলো যেসব জায়গায় পার্কিং করা যাবে

১। হলি ফ্যামিলি হাসপাতাল রোড (উত্তর হতে আসা)

২। পরাতন এলিফ্যান্ট রুট (উত্তর হতে আসা)

৩। আব্দুল গণি রোড ( পূর্ব-দক্ষিণ দিক থেকের গাড়ি)

৪। কার্জন হল হতে বঙ্গবাজার হয়ে ফুলবাড়িয়া (দক্ষিণ দিক থেকে গাড়ি)

৫। মৎস্য ভবন থেকে কার্পেট গলি (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি)

৬। শিল্পকলা একাডেমি গলি (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি)

৭। সুগন্ধা হতে অফিসার্স ক্লাব (ভিআইপি ও মিডিয়ার গাড়ি)

৮। কাঁটাবন হতে নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত (দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা গাড়ি)

উপরোক্ত যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাসমূহ কার্যকর এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা, যানজট এড়ানো এবং সম্মানিত জনসাধারণের যাতায়াতকে নির্বিঘ্ন ও নিরাপদ করার জন্য সবার সহযোগিতা চেয়েছে ডিএমপি। পাশাপাশি নববর্ষ অনুষ্ঠানে আসার সময় সন্দেহজনক কোন সরঞ্জাম/বস্তু/ব্যাগ সঙ্গে বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পুলিশ।

এছাড়াও কোনো প্রয়োজনে ৯৯৯, ১০০, ৯৫৫৯৯৩৩ , ০১৭১৩৩৯৮৩১১ ও ০১৭১১০০০৯৯০ নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান


সর্বশেষ

আরও খবর

তিন দিন বন্ধ থাকার পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে

তিন দিন বন্ধ থাকার পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে


৪ কোটি ডিম আমদানির অনুমতি

৪ কোটি ডিম আমদানির অনুমতি


নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী আর নেই

নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী আর নেই


রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি, অস্ত্রসহ ডাকাত আটক

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি, অস্ত্রসহ ডাকাত আটক


নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী


আজ থেকে বাস চলবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে

আজ থেকে বাস চলবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে


ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি


জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি আনিছুর রহমান

জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি আনিছুর রহমান


নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী


বাবা হারালেন পেসার রুবেল

বাবা হারালেন পেসার রুবেল