
ঢাকা: নাশকতার ৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
জামিন আবেদন শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
বৃহস্পতিবার আদালতে রফিকুল ইসলাম মিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মাদ আলী ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। পরে জামিন পাওয়ার বিষয়টি রাগিব রউফ চৌধুরী সাংবাদিকদের নিশ্চিত করেন।
এর আগে ৩১ মে রাজধানীর মতিঝিল, মিরপুর, পল্লবী ও পল্টন থানায় নাশকতা ও ভাঙচুরের অভিযোগে রফিকুল ইসলাম মিয়াকে একই বেঞ্চ আরো ৭ মামলায় জামিন দেন।
নাশকতা ও ভাঙচুরের অভিযোগে রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে রাজধানীর মতিঝিল, মিরপুর, পল্লবী ও পল্টন থানায় এসব মামলা করে পুলিশ। তবে এই পাঁচ মামলায় জামিন পেলেও এখনই তিনি মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
তিনি জানান, রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে ২৭টি মামলায় তিনি জামিন পেলেন। মুক্তির জন্য এখনো তাকে একটি মামলায় জামিন নিতে হবে।
গত ১৬ মে রফিকুল ইসলাম মিয়া বিচারিক আদালতে জামিন চেয়ে আত্বসমর্পণ করেন। আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২২ মে রোববার এসব মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/ওয়াইএ