
মস্কো: কৃষ্ণসাগরে ৯২ জন আরোহী নিয়ে রুশ সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার পিছনে পাইলটের ভুল কিংবা যান্ত্রিক ত্রুটিকে দায়ী করেছেন রাশিয়ার পরিবহনমন্ত্রী। সোমবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
রাশিয়ার পরিবহনমন্ত্রী মাক্সিম সকোলভ জানান, তদন্তকারীরা বিমান বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য কারণ হিসেবে পাইলটের ভুল অথবা যান্ত্রিক ত্রুটিকে সামনে রেখে তদন্ত করছেন। তবে সন্ত্রাসী হামলাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে না।
রোববার (২৫ ডিসেম্বর) সোচি থেকে সিরিয়া যাওয়ার পথে রুশ সামরিক বিমান টিইউ-১৫৪ টুপোলেভ উড়োজাহাজটি ৯২ জন আরোহী নিয়ে কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়। বিমানের ৮৪ জন যাত্রী এবং ৮ জন কর্মকর্তার কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাগরে বিধ্বস্ত বিমানের সন্ধানে ৩ হাজারের বেশি উদ্ধারকর্মী নিয়োগ দিয়েছে রাশিয়া। এদের মধ্যে শতাধিক ডাইভারও আছেন যারা সাগরের তলদেশে তল্লাশি চালাবেন। এছাড়া বিমানের ধ্বংসাবশেষ খুঁজে বের করার জন্য হেলিকপ্টার, ড্রোন এবং সাবমারসিবল বোট ব্যবহার করা হচ্ছে। রাতেরবেলা অনুসন্ধানের জন্য শক্তিশালী স্পটলাইটও ব্যবহৃত হচ্ছে।
অনুসন্ধানের ফলে সমুদ্র উপকূল থেকে ১ মাইলের মধ্যে বিমানের কয়েকটি টুকরো পাওয়া গেছে এবং রোববার সন্ধ্যার দিকে ১১ টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, দুর্ঘটনার সম্ভাব্য সব কারণই তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘এখনই এই ব্যাপারে কিছু বলা যাচ্ছে না, তবে সন্ত্রাসী হামলার বিষয়টি তালিকার শীর্ষে নেই।’
মর্মান্তিক এই দুর্ঘটনার পর নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। সূত্র: ফক্স নিউজ
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: ইয়াসিন