পাকসেনার গুলিতে ফের ভারতীয় সেনা নিহত

ডেস্ক: ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখার পোঞ্চ জেলার কৃষ্ণ ঘাটি সেক্টরে পাকিস্তানি সেনার গুলিতে আবারো একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন।
রোববার সকালে পাকসেনারা গোলাগুলি করেছেন বলে খবর প্রকাশ করেছে এনডিটিভি।
একজন কর্মকর্তা জানান, কোনো কারণ ছাড়া বিনা উস্কানিতে গোলাবর্ষণ করেছে পাকসেনারা। পরে তাদের হামলার জবাবে ভারতীয় সেনারাও গোলাবর্ষণ ও গোলাগুলি করেছে। রোববার সকাল ৭টার দিকে কৃষ্ণ ঘাঁটি সেক্টরের সালোত্রি এবং সাগরা এলাকায় ভারতীয় সেনাদের লক্ষ্য করে গোলাগুলি করেছে পাকসেনারা।
দু’সপ্তাহ ধরে সীমান্তে এমন সহিংসতার ঘটনায় আট সেনা নিহত হয়েছেন। গত সপ্তাহে পাকসেনাদের গুলিতে আটজন বেসামরিক নিহত হন। ভারতের অভিযোগ, ২৯ সেপ্টেম্বর ভারতের সার্জিকাল স্ট্রাইকের পর পাকিস্তান ৬০ বারের বেশি সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
গ্রন্থনা: ময়ূখ ইসলাম, সম্পাদনা: মাহতাব শফি