
মুম্বাই: উরি সেনা ছাউনিতে সন্ত্রাসী হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনা প্রতিবেশি দু’টি রাষ্ট্র ভারত-পাকিস্তানকে পরস্পরের মুখোমুখি করে দিয়েছে। যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা পারমাণবিক শক্তিধর দেশ দু’টি যখন পরস্পরকে ঘায়েল করার জন্য একে অপরের বিরুদ্ধে প্রচারণায় ঝাঁপিয়ে পড়ছে, তখন শান্তির বার্তা নিয়ে এগিয়ে এলেন বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পাক-ভারত শান্তিপূর্ণ অবস্থানই তার কামনা। পাশাপাশি ভারতে কর্মরত পাকিস্তানি শিল্পীদের পক্ষে কথা বলেন তিনি।
বলিউডের বজরঙ্গী ভাইজান হিসেবে পরিচিত এই তারকা জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারত যে পদক্ষেপ নিয়েছে তা সঠিক। কিন্তু পাকিস্তানি শিল্পীদের সন্ত্রাসী বলতে তিনি নারাজ। সালমান খান বলেন, ‘তারা শিল্পী, সন্ত্রাসী নন। এছাড়া ভারত সরকার তাদের এখানে কাজ করার অনুমতি এবং ভিসা দিয়েছে।’
১৮ সেপ্টেম্বর উরি সেনা ছাউনিতে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত এজন্য পাকিস্তানকে দায়ী করার পর, ভারত জুড়ে পাকিস্তান বিরোধী মনোভাব তীব্র হয়ে ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ‘মহারাষ্ট্র নবনির্মাণ চিত্রপট কর্মচারী সেনা’ পাকিস্তানি অভিনয় শিল্পীদের নিষিদ্ধ করার দাবি জানায় পাশাপাশি তাদের ভারত ছেড়ে যাওয়ার জন্য সময় নির্ধারণ করে দেয়।
এমনকি বর্তমানে তারা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ থেকে ফাওয়াদ খান এবং শাহরুখ খানের নতুন ছবি ‘রায়েস’ থেকে মাহিরা খানের পরিবর্তে অন্য কাউকে দিয়ে অভিনয় করানোর জন্য আবদার করে। অথচ আর মাত্র ২৮ দিনের মাথায় মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুর, ঐশ্বরিয়া রায়, আনুশকা শর্মা এবং ফাওয়াদ খান অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল। এধরনের পরিস্থিতে পাকিস্তানি শিল্পীদের পাশে দাঁড়ালেন সালমান।সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদুল ইসলাম