
ঢাকা: সম্প্রতি দেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ড এবং যুদ্ধাপরাধীদের বিচারসহ বাংলাদেশের নানা ব্যাপার পাকিস্তানের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে রাজধানীর গুলশানে পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছে বেশ কয়েকটি সংগঠন।
বুধবার সকাল ১১টার দিকে মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বেশ কয়েকটি সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়।
এ সময় গুলশান দুই নম্বর থেকে পাকিস্তান দূতাবাস পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই কর্মসূচি পালনের জন্য সকাল থেকে বিপুলসংখ্যক মানুষ গুলশান দুই নম্বর চত্বরে এসে সমবেত হন।
ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কূটনৈতিক জোনে অবস্থিত পাকিস্তান দূতাবাসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও গুলশান-২ নম্বরে পুলিশ তাদের আটকে দেয়।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোশতাক আহমেদ খান বলেন, এটা একটা শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। তবে যেহেতু এটা কূটনৈতিক এলাকা, এই এলাকায় মিছিল-সমাবেশ করে ভেতরে যাওয়া যায় না। তাই আমরা ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ