পাকিস্তানে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৯

করাচি: পাকিস্তানের দক্ষিণ-পূর্ব সিন্ধু প্রদেশে বাস ট্রাকের সংঘর্ষে পাঁচ শিশু, তিন নারীসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। রোববার পুলিশ এই তথ্য প্রকাশ করে।
পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট ফিদা হোসেন মাস্তোই জানান, যাত্রীবাহী বাসটি পাথরভর্তি একটি ট্রাককে ওভারটেক করার সময় সংঘর্ষের সৃষ্টি হয়। ফলে ৯ জনের প্রাণহানি ঘটে এবং ৩৫ জন আহত হন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
সিন্ধু প্রদেশে পৃথক একটি দুর্ঘটনায় একটি পিকআপ ট্রাক পিছন থেকে একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন আরোহী মারা যান। গত শনিবার এই দুর্ঘটনা ঘটে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
প্রতিবেদন: ফারহানা করিম, সম্পাদনা- জাহিদুল ইসলাম