
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ইসলামাবাদে বিষাক্ত মদ পান করে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ৫০ জন।
মঙ্গলবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ইসলামাবাদের তোবা টেক সিং শহরের খ্রিস্টান কলোনিতে এ ঘটনা ঘটে।
মুহাম্মদ নাদিম নামে এক পুলিশ কর্মকর্তা জানান, বড়দিন উপলক্ষে ঘরে তৈরি মদ পান করে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। পরে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে ২১ জনের মৃত্যু হয়।
তিনি জানান, নিহতদের মধ্যে ১৯জন খ্রিস্টান এবং দুইজন মুসলিম রয়েছেন।
জানা যায়, পাকিস্তানে বিদেশি মদের দাম বেশি হওয়ায় সেখানকার লোকজন ঘরে তৈরি মদ পানে অভ্যস্ত। যদিও এসব মদ সঠিকভাবে প্রস্তুত হয় না বলে সংরক্ষণের পর এগুলো বিষাক্ত হয়ে যায়।
চলতি মাসের অক্টোবরে পাঞ্জাবে ঘরে তৈরি মদ পান করে ১১জন এবং ২০১৪ সালের অক্টোবরে ২৯ জনের মৃত্যু হয়েছে।
গ্রন্থনা: রাকিব