
কোয়েটা: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি হাসপাতালের জরুরি সেবা বিভাগকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত ৯২ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবারে চালানো এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান(টিটিপি) এর উপদল জামাত-উল-আহরার। হাসপাতালের জরুরি বিভাগের গেটে এই আত্মঘাতী হামলা চালানো হয়।
সোমবার সকালে নিহত বেলুচিস্তানের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিলাল কাজীর মরদেহ দেখার জন্য হাসপাতালে আইনজীবী এবং সাংবাদিকদের ব্যাপক ভিড় ছিল। এই ভিড় লক্ষ্য করেই আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। নিহতদের মধ্যে অন্তত ১৮ জন আইনজীবী রয়েছেন।
এর আগে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি প্রদেশটিতে সন্ত্রাসী হামলার জন্য ভারতের গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এই হামলার তীব্র নিন্দা করে হতাহতদের প্রতি সমবেদনা জানান। সূত্র: ডন
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে