
কোয়েটা: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরের একটি হাসপাতালে বোমা হামলায় অন্তত ৩০ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কয়েক ডজন মানুষ। হতাহতদের বেশিরভাগই সাংবাদিক ও আইনজীবী বলে জানা গেছে।
সোমবার সকালে গুলিতে নিহত একজন বিশিষ্ট আইনজীবী বিলাল আনোয়ার কাসির মরদেহের সাথে সাংবাদিক ও আইনজীবীরা হাসপাতালটিতে যান। ওই সময় হাসপাতালের প্রবেশমুখে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে হতাহতের শিকার হন আইনজীবী ও সাংবাদিকেরা।
বিস্ফোরণের পর গোলাগুলিও হয় হাসপাতালের প্রবেশমুখে। এর আগে সোমবার সকালে কোয়েটায় আদালতে যাওয়ার পথে বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সভাপতি কাসিকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে পাকিস্তানের জিও টিভি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, রাজ্যের শান্তি বিনষ্টের জন্য কাউকে সুযোগ দেয়া হবে না। মানুষ, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশের জন্য আত্মত্যাগ করবেন বলে জানান নওয়াজ।
বেলুচিস্তানের মূখ্যমন্ত্রী সানা উল্লাহ জেহরি বলেছেন, আহতদের সবচেয়ে ভালো চিকিৎসা সেবা দেয়া হবে। কোয়েটায় প্রায় সময়ই ‘টার্গেট কিলিং’ হয়ে আসছে। এর আগে অনেককে গুলি করে হত্যা করা হয়েছে সেখানে। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই