পাকিস্তান এয়ারলাইন্সের ১৩ কর্মী গ্রেফতার

ইসলামাবাদ: পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের(পিআইএ) ১৩ কর্মীকে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
পিআইএ’র মুখপাত্র দানিয়েল জিলানি জানান, দুবাইয়ে হেরোইন পাচারের অভিযোগে পিআইএ’র কয়েকজন কর্মীকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। যদি তারা দোষী প্রমাণিত হন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
গত শনিবার লাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফ্লাইটের মাধ্যমে ৬ কেজি হেরোইন পাচার করা হচ্ছিল। খবর পেয়ে পাকিস্তানের মাদক বিরোধী বাহিনী বিমানটিতে তল্লাশি চালিয়ে টয়লেট থেকে তা উদ্ধার করেন। পরে মাদক পাচারের অভিযোগে পিআইএ’র ১৩ জন কর্মীকে গ্রেফতার করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই