
কিশোরগঞ্জ: জেলার পাকুন্দিয়ায় আন্তঃজেলা গরুচোর চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে সাধারণ মানুষ। শুক্রবার রুদিয়া ইউনিয়নের নরপতি এলাকার সোহরাব মিয়ার গরু চুরির সময় হাতেনাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ফতেহপুর গ্রামের আনিস মিয়া (৪৫), ওয়াইজনগর গ্রামের আবদুল কদ্দুছ (৪০), ও গুরুদাসপুর গ্রামের আনাছ মিয়া (৩০)।
জানা গেছে, দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ওই আন্তঃজেলা গরুচোর চক্রটি কাভার্ড ভ্যান নিয়ে রাস্তার পাশে থাকা গরু দ্রুত ভ্যান উঠিয়ে নিয়ে যেত। আর এভাবেই সকালে নরপতি এলাকায় বটতলা টু নরসিংদী সড়কের পাশে সোহরাব মিয়ার গরু ঘাস খাওয়া অবস্থায় ওই চক্রের সদস্যরা গরুটিকে নিয়ে যাওয়ার সময় মির্জাপুর এলাকায় গরুসহ চোরদের কাভার্ড ভ্যানটি স্থানীয় লোকজন আটক করে।
এসময় তিনজনকে আটক করা গেলেও চালক ও অপর দুইজন পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদেরসহ কাভার্ড ভ্যান আটক করে থানায় নিয়ে আসে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে কৃষকের মূল্যবান গরু অভিনব কায়দায় চুরি করে নিয়ে যাচ্ছিলো। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: ময়ূখ