
মানিকগঞ্জ: ফেরি বিকল ও ঘাট সমস্যার কারণে তীব্র যানজটে নাকাল পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহারকারী যাত্রীরা। যানবাহনের সারি ঘাট থেকে মহাসড়কের ৪ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন সহস্রাধিক যানবাহনের হাজার হাজার যাত্রী ও পরিবহন শ্রমিক।
ফেরি কর্তৃপক্ষ জানায়, পদ্মায় ১০ নটিক্যাল মাইল বেগে পানির স্রোতের কারণে ১৮টি ফেরির মধ্যে ৮-৯টিই বিকল হয়ে পড়েছে। বাকিগুলো দিয়ে কোনোমতে পারাপার করা হচ্ছে যানবাহন, তবে তা পারাপারে দ্বিগুণ সময় লাগছে। এছাড়া পানি বৃদ্ধির কারণে পাটুরিয়ার চারটি ঘাট নিচু হয়ে যাওয়ায় যানবাহন ওঠানামায় বিঘ্ন ঘটছে।
তারা জানান, মেরামতের কারণে অনেক সময় বন্ধ রাখতে হচ্ছে ঘাটগুলো। এতে নির্দিষ্ট সময়ে যানবাহন ফেরিতে উঠতে পারছে না। ফলে সেখানে দেখা দিয়েছে তীব্র যানজট। ঘাটে যাত্রীবাহী বাসগুলোকে অপেক্ষা করতে হচ্ছে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত। আর পণ্যবাহী শতাধিক ট্রাক আটকে রয়েছে দুই থেকে পাঁচ দিন ধরে। এতে ভোগান্তিতে পড়েছেন চালকরা।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/আইকে/জাই