Friday, August 5th, 2016
পাটুরিয়া-দৌলতদিয়ার নৌ-রুটে অচলাবস্থা কাটেনি
August 5th, 2016 at 5:36 pm
পাটুরিয়া-দৌলতদিয়ার নৌ-রুটে অচলাবস্থা কাটেনি

মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি সার্ভিসের দীর্ঘ দিনের অচলাবস্থার অবসান না হওয়ায় দুই পারে দীর্ঘ যানজট লেগেই আছে। যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ঘাট বন্ধ, নদীতে প্রবল স্রোত ও ফেরি সংকটের কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। টানা ১৫ দিন ধরে এমন অবস্থা বিরাজ করছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, নদী ভাঙ্গনের কারণে দৌলতদিয়ার চারটি ফেরিঘাটের (২ নং ও ৪ নং) দুটি ঘাট বন্ধ রয়েছে। এ নৌরুটে চলাচলরত ১৮টি ফেরির মধ্যে ৬টি বিকল ও স্রোতের প্রতিকূলে চলতে গিয়ে পারাপারে সময় বেশি লাগছে। মাত্র ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

ফেরি ও ঘাটের সংকট দেখা দেয়ায় পাটুরিয়ায় ঘাট এলাকা থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত দুই কিলোমিটার যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। দৌলতদিয়া জিরোপয়েন্ট থেকে গোয়ালন্দ বাংলাদেশ হেচারী এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটারের বেশি এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে পরিবহন ও যাত্রীবাহী বাস, ছোট গাড়ি আগে পারাপারের সুযোগ দেয়া হচ্ছে। তিন থেকে পাঁচদিন পর্যন্ত পণ্যবাহী ট্রাকও ওই লাইনে রয়েছে।

নদী ভাঙ্গনের কারণে বৃহস্পতিবার ৪ নং ফেরিঘাট সংলগ্ন সড়কের প্রায় সবটুকু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একই কারণে ২ নং ফেরিঘাটের যানবাহন ওঠানামা বন্ধ রয়েছে। নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচলে সময় বেশি লাগছে। স্রোতের কারণে ফেরিঘাট এলাকায় নদীর পাড় ভাঙা অব্যাহত রয়েছে।

কুষ্টিয়াগামী একজন পরিবহনের চালক বলেন, প্রায় ৩/৪ ঘণ্টা ধরে ফেরিঘাটে আটকা আছি। এখন পর্যন্ত কোনো ফেরি পাইনি। অপর এক ট্রাকচালক বলেন, পাঁচ দিন হলো পাটুরিয়া টার্মিনালে নদী পারের অপেক্ষায় আছি। জানি না কখন ফেরি পাব।’ যাত্রী রবিউল ইসলাম জানান, ‘সকাল থেকে ফেরি পারাপারের অপেক্ষায় আছি। শুনছি ঘাটে ফেরি নেই।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ম্যানেজার (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, প্রতিদিন হাজার হাজার যানবাহন দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে নদী পারাপার হয়। কিন্তু নদীতে পানি বৃদ্ধির সঙ্গে তীব্র স্রোত থাকায় পারাপারে প্রায় দ্বিগুণ সময় লাগছে। দৌলতদিয়ার চারটি ফেরিঘাটের ২ ও ৪ নং ঘাটটি ভাঙনের কারণে সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে ৩ নং ঘাটের দুটি পকেটসহ ১ নং ঘাট চালু রয়েছে। ঘাট দুটি সচল করার চেষ্টা চলছে।

এদিকে গত বৃহস্পতিবার নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খাঁন পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি সার্ভিসের অব্যাহত অচলাবস্থা নিরসনের লক্ষ্যে উভয় ঘাট পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, উক্ত নৌ রুটে নির্বিঘ্নে যাত্রী পারাপারে উন্নতমানের ফেরি নৌ বহরে যুক্ত করা হবে। ঈদের আগেই এই নৌ রুটের ফেরি সার্ভি স্বাভাবিক হবে। শিগগিরই চালু করা হবে আরিচা-নরাদহ ফেরি সার্ভিস।

নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমআই/জাই

 


সর্বশেষ

আরও খবর

সিলেটে নিজ ঘর থেকে ২ সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

সিলেটে নিজ ঘর থেকে ২ সন্তানসহ মায়ের লাশ উদ্ধার


৩ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর, এএসআই সৌমেনের নামে মামলা

৩ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর, এএসআই সৌমেনের নামে মামলা


বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক্টর সংঘর্ষে আগুন লেগে নিহত ২

বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক্টর সংঘর্ষে আগুন লেগে নিহত ২


ছাগলকে জরিমানা করা সেই ইউএনও বদলি

ছাগলকে জরিমানা করা সেই ইউএনও বদলি


ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্রে জন্ম নিল শিশু

ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্রে জন্ম নিল শিশু


জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু


ফেরিতে যাত্রীদের চাপে ৫ জনের মৃত্যু

ফেরিতে যাত্রীদের চাপে ৫ জনের মৃত্যু


২৬ জনের মৃত্যুর ঘটনায় সেই স্পিডবোট মালিক গ্রেফতার

২৬ জনের মৃত্যুর ঘটনায় সেই স্পিডবোট মালিক গ্রেফতার


বিজিবি মোতায়েনের পরও ঘাটে কোনভাবেই বন্ধ হচ্ছে না যাত্রী পারাপার

বিজিবি মোতায়েনের পরও ঘাটে কোনভাবেই বন্ধ হচ্ছে না যাত্রী পারাপার


বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৪ জন নিহত

বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৪ জন নিহত