পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক

ঢাকা: প্রায় ৩৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বৈরি আবহাওয়ার কারণে যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এই নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এর আগে পদ্মায় অস্বাভাবিকভাবে পানিবৃদ্ধি পেলে পাটুরিয়া-দৌলতদিয়া এবং শিমুলিয়া-কাওড়াকান্দির ফেরি ও লঞ্চ পারাপার বন্ধ থাকায় দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ঘাটে আটকা পড়ে দুর্ভোগের শিকার হন অসংখ্য মানুষ।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই