
মানিকগঞ্জ: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অবশেষে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ঘুর্ণিঝড় মেঘমালার প্রবাহে পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়। কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে উক্ত নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেন।
হাঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে শত শত যাত্রী আটকে পড়েছেন। নদী পারাপার হতে না পেরে অনেক যাত্রীকে ঘাটেই রাত্রি যাপন করতে হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম জানান, ঘুর্ণিঝড় মেঘমালার প্রভাবে পদ্মায় ঝড়ো বাতাসে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়। এতে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে লঞ্চ চলাচল শুরু করবে। উক্ত নৌ-রুটে ২৫টি লঞ্চ নিয়মিত যাত্রী পারপার করে থাকে বলে তিনি জানান।
এদিকে নদী ভাঙ্গনের কারণে দৌলদিয়ায় ফেরি ঘাট নদী গর্ভে চলে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ- রুটে গত তিন ধরে ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। ফেরি বন্ধের পর এ পথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের নদী পারাপারের এক মাত্র ভরসা ছিল লঞ্চ। অবশেষে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য তাও বন্ধ হয়ে গেল। ফলে ঘাটে এসে আটকে পড়া যাত্রীদের অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। উক্ত নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় মারাত্মাকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সহজ যোগাযোগ ব্যাবস্থা।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/জাই