
ঢাকা: ফেরি সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের দুই পাশেই যানবাহন চলাচল স্থবির হয়ে পরেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা। ওই রুটে সাত শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে থাকা ৫টি ফেরির সংকটের কারণে শুক্রবার ভোর থেকেই ফেরি সংকটে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে পরিবহনের দীর্ঘ সারি দেখা যায়। সময় গড়ানো সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পরিবহনের সংখ্যা।
বিআইডব্লিউটি জানিয়েছে, উভয় ঘাট এলাকায় একটি করে প্লটুন সমস্যা থাকার কারণে ফেরি পারাপারে সমস্যা দেখা দিচ্ছে।
এদিকে, গত কয়েকদিন ধরেই ঘাট এলাকায় যানজটের নিরসন হচ্ছে না। শুক্রবার গাড়ির চাপ থাকার কারণে পারাপারে যানজট সৃষ্টি হচ্ছে। তবে সারা দিনই জট থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, যাত্রী ও যানবাহন পারাপারে ছোট বড় ১৫টি ফেরি বর্তমানে চলাচল করছে। পাটুরিয়া ঘাটের নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, গত কয়েক দিন ধরেই উভয় ঘাটে যানজট সৃষ্টি হচ্ছে।
প্রতিনিধি, সম্পাদনা: ময়ূখ