
মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এতে দুই পাড়ে সৃষ্টি হয়েছে যানজট যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।
বিআইডব্লিউটিসি’র সহকারী জেনারেল ম্যানেজার নাসির উদ্দিন জানান, ঘনকুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টা থেকে সকাল ৮টা ২০মিনিট পর্যন্ত ৪ঘণ্টা নৌ পথে ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় যাত্রী ও যানবাহন বোঝাই মোট ৭টি ফেরি মাঝ নদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়।
যানবাহন বোঝাই পাঁচটি ফেরি পাটুরিয়া ঘাটে এবং চারটি ফেরি দৌলতদিয়া ঘাটে নৌঙর করে থাকে। এসব ফেরিতে আটকে থাকা সহস্রাধিক যাত্রীদের শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাটুরিয়া ঘাটে রাতে আসা ৮০টি যাত্রীবাহী নৈশ কোচ এবং কয়েকদিন ধরে আটকে থাকা ৩৫০টি ট্রাক ফেরি পারাপারের জন্য ঘাটেই অপেক্ষা করছে।
এদিকে দৌলতদিয়া ঘাটের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, ঘনকুয়াশার কারণে চারটি ফেরি ঘাটেই নৌঙর করে রাখা হয়। ফেরি পারাপার হতে আসা ৫০টি নৈশ কোচ এবং ২’শ ট্রাক ঘাটেই আটকে থাকে। এতে উভয় পাড়ে যানজটের দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল ৮টা ২০মিনিটে ঘনকুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
ফেরির মাস্টার শফি উদ্দিন জানন, গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে দেয়।
প্রতিবেদক: শাহজাহান বিশ্বাস, সম্পাদনা: প্রণব